স্বাগতম Dohazariblog.com এ

আপনাদের জন্য নিয়ে আসলাম
.

Smiley face

অফারঃ আজীবন স্পন্সর সদস্য হোন মাত্র ১০০০ টাকা দিয়ে। আপনার ব্যবসা বা পেইজ কে প্রচার করুন সবার মাঝে। Whats app +dohazariblog@gmail.com


Saturday, May 17, 2025

No comments:
#DohazaryBlog.com
কম্পিউটারে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে কিছু জনপ্রিয় এবং নিরাপদ ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো:

১. অফিসিয়াল ওয়েবসাইট/স্টোর

  • Microsoft Store (Windows) – https://www.microsoft.com/store

  • Mac App Store (macOS) – https://apps.apple.com/us/store

  • ২. সফটওয়্যার ডাউনলোডের জন্য জনপ্রিয় সাইট

    • FileHorse – https://www.filehorse.com

    • Softonic – https://www.softonic.com

    • CNET Download – https://download.cnet.com

    • Source Forge (ওপেন সোর্স সফটওয়্যার) – https://sourceforge.net

    • ডাউনলোড করার সময় সতর্কতা

      • অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন (যদি থাকে)।

      • ভাইরাস স্ক্যান করে নিন (VirusTotal বা Windows Defender ব্যবহার করে)।

      • অ্যাডওয়্যার/ম্যালওয়্যার যুক্ত সফটওয়্যার এড়িয়ে চলুন।

      • User Reviews এবং রেটিং চেক করুন।

      • . লিনাক্স ব্যবহারকারীদের জন্য

Continue Reading...

Monday, September 23, 2024

No comments:
#DohazaryBlog.com
💻Typind Speed Test Online


1. Typing.com:
   - URL: https://www.typing.com/
   - Description: Online platform offering typing lessons, games, and a typing speed test to enhance keyboarding skills.

2. Key Hero:
   - URL: https://www.keyhero.com/
   - Description: Typing speed test website with various typing exercises and challenges to improve typing proficiency.

3. 10FastFingers:
   - URL: https://10fastfingers.com/
   - Description: Typing speed test platform providing multilingual typing tests and competitions for users.

4. TypingClub:
   - URL: https://www.typingclub.com/
   - Description: Online typing course with lessons, games, and a typing speed test to enhance typing skills.

5. Nitro Type:
   - URL: https://www.nitrotype.com/
   - Description: A fun and competitive typing game where users can improve their typing speed by participating in races.
====================
Continue Reading...

Tuesday, June 7, 2022

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

No comments:

বর্তমানে যে কোনও ছোট ব্যবসা, বিশেষত পরিষেবামূলক ব্যবসার ক্ষেত্রে অনলাইন উপস্থিতি প্রায় অপরিহার্য। আজকের দিনে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাশাপাশি কোম্পানির নিজস্ব ওয়েবসবাইট থাকলে ক্রেতার আস্থা অর্জন করা অনেক সহজ হয়। ব্যবসার শুরুতে সহজেই ফ্রি ওয়েবসাইট তৈরি করে আপনার ব্যবসা ও পরিষেবা সম্পর্কে তথ্য তুলে ধরতে পারেন আপনার ক্রেতার কাছে।

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

আজ আমরা আলোচনা করব ফ্রি ওয়েবসাইট বিল্ডার সফট্ওয়্যার (free website builder software)-এর মাধ্যমে কীভাবে বিনা খরচে ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এছাড়াও জানব বিভিন্ন সেরা ওয়েবসাইট বিল্ডার (website builder)-এ ওয়েবসাইট তৈরির পদ্ধতি, তাদের বিভিন্ন ওয়েব হোস্টিং প্ল্যান ও প্রতিটি অনলাইন ওয়েবসাইট বিল্ডার (online website builder)-এর সুবিধা ও অসুবিধার দিকগুলো।

এর মধ্যে যেকোনও একটি অনলাইন ওয়েবসাইট বিল্ডার বেছে নিনি আর ফ্রিতে ওয়েবসাইট তৈরি করুন।  

ফ্রি ওয়েবসাইট তৈরির পদ্ধতি

বিভিন্ন ফ্রি ওয়েবসাইট বিল্ডার (free website builder)-এর মাধ্যমে সহজে নিজেই ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা সম্ভব। জেনে নিন কি ভাবে ফ্রি ওয়েবসাইট বানানো যায়।
 
বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রতিটি অনলাইন ওয়েবসাইট বিল্ডার (online website builder)-এই মোট ছ’টি ধাপ থাকে।

১. ফ্রি ওয়েবসাইট অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা।

২. নিজের পছন্দ ও প্রয়োজন মতো টেমপ্লেট বেছে নেওয়া।

৩. ওয়েবসাইটে পৃষ্ঠা যোগ করা।

youtube subscription for business courses

৪. ওয়েবসাইটের কনটেন্ট অর্থাৎ লেখা, ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করা।

৫. ঐচ্ছিক: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটিংস্ ঠিক করা।

৬. ওয়েবসাইট পাবলিশ করা।

৯ টি ফ্রি অনলাইন ওয়েবসাইট বিল্ডার (online website builder)

১. উইক্স (wix)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

বিশ্বজুড়ে অন্যতম সবথেকে জনপ্রিয় ফ্রি ওয়েবসাইট বিল্ডার উইক্স। যেকোনও ধরনের পরিষেবামূলক ব্যবসার জন্যই উইক্স আদর্শ। উইক্স-এর জনপ্রিয়তার সব থেকে বড় কারণ, এই ওয়েবসাইট বিল্ডারে সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা সম্ভব এবং চাইলে চিরদিনের জন্যই বিনামূল্যেই ওয়েবসাইটটি চালানো সম্ভব, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর প্ল্যান আপগ্রেড করা বাধ্যতামূলক নয়। 

ছোট অনলাইন ব্যবসার জন্য উইক্স-এ ফ্রি ওয়েবসাইট বানানো যেতে পারে। 

উইক্স ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এইরকম — www.accountname.wix.com/customname 

উইক্স ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

  • ৫০০টিরও বেশি টেমপ্লেট এবং তার অধিকাংশই পাওয়া যায় বিনামূল্যে।
  • পৃষ্ঠা সংখ্যার কোনও নির্ধারিত সীমা নেই, আপনার ইচ্ছে ও প্রয়োজন অনুযায়ী পৃষ্ঠা সংখ্যা রাখতে পারেন।
  • ৫০০ এমবি স্টোরেজ।
  • এসইও কাস্টমাইজেশনের সম্পূর্ণ সুযোগ রয়েছে।
  • ওয়েবসাইটটি সাজানো ও কাস্টমাইজেশন অত্যন্ত সহজ, কোনও প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন নেই। সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ-এর মাধ্যমে ওয়েবসাইটে কনটেন্ট আপলোড করা যায়।

উইক্স ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

  • উইক্স ফ্রি ওয়েবসাইটে কোনও পণ্য বিক্রি করা সম্ভব নয়।
  • ওয়েবসাইটের ওপরে একটি ব্যানার বিজ্ঞাপন আসবে ও সেটি সেই স্থানেই থাকবে অর্থাৎ ওয়েবসাইট স্ক্রল ডাউন করলেও বিজ্ঞাপনটি পৃষ্ঠার ওপরে থেকে যাবে। তবে মোবাইল অ্যাপের ক্ষেত্রে বিজ্ঞাপনটি অনেক কম দৃশ্যমান ও স্ক্রল করার পর আর দেখা যায় না।
  • ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি খুব বড়, মনে রাখার জন্য খুব আদর্শ নয়।
  • একবার আপনার ওয়েবসাইট লাইভ হয়ে গেল আর থিম পরিবর্তন করা সম্ভব নয়।


২. উইবলি (weebly)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

ছোট ব্যবসার ফ্রি ওয়েসাইট তৈরির জন্য আদর্শ এই অনলাইন ওয়েবসাইট বিল্ডার। তবে এখানেও ফ্রি ওয়েবসাইটে পণ্য বিক্রি করা সম্ভব নয়, সেক্ষেত্রে প্ল্যান আপগ্রেড করাতে হবে।

উইবলি-তে তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

 www.customname.weebly.com

 উইবলি ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

  • ব্যবসা, ব্লগ, ইভেন্ট, পোর্টফোলিও প্রতিটি ক্ষেত্রের ওয়েবসাইট তৈরির জন্যই যথেষ্ট সংখ্যক ফ্রি টেমপ্লেট রয়েছে (তবে উইক্স-এর থেকে সংখ্যায় কম)।
  • সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ-এর মাধ্যমে ওয়েবসাইট কাস্টমাইজেশন। মাত্র ঘন্টা দুয়েক সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে একটি সম্পূর্ণ ওয়েবসাইট।
  • ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেম তুলনামূলকভাবে মনে রাখা সহজ।
  • ৫০০এমবি স্টোরেজ স্পেস।
  • পৃষ্ঠা সংখ্যা নির্দিষ্ট নয়।
  • মোবাইল রেসপন্সিভ থিম, অর্থাৎ মোবাইলেও আপনার ফ্রি ওয়েবসাইটটি সম্পূর্ণ ও ভালভাবেই দেখা যাবে।
  • প্রতিটি পৃষ্ঠায় এসইও অপটিমাইজেশনের সুবিধা।

উইবলি ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

  • উইবলি-র ফ্রি ওয়েবসাইটের সবথেকে বড় অসুবিধার দিকটি হল পপ্-আপ বিজ্ঞাপন, যা সাইটটি পড়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটায় ও পাঠককে বিরক্ত করতে পারে। এছাড়াও অত্যন্ত দৃশ্যমান ফুটার অ্যাড।
  • ওয়েবসাইট সাজানোর ক্ষেত্রে উইক্স-এর থেকে স্বাধীনতা কম।

৩. ওয়েবনোড (webnode)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

এই ওয়েবসাইট বিল্ডারে খুব সহজেই ও কম সময়েই সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ওয়েবনোডের মাধ্যমে একটি ওয়েবসাইট লাইভ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে। তবে এই ফ্রি ওয়েবসাইট বিল্ডারে খুব সাধারণ ও প্রাথমিক ওয়েবসাইটই তৈরি করা সম্ভব।  

ওয়েবনোডে তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম —

www.customname.webnode.com 

ওয়েবনোড ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

  • কোনও ব্যানার অথবা পপ্-আপ অ্যাড নেই, শুধুমাত্র ফুটারে একটি নোট থাকে। ফলে পাঠকের ওয়েবসাইটটি পড়তে কোনও অসুবিধা হয় না।
  • অত্যন্ত সহজে ওয়েবসাইট তৈরি করা সম্ভব, বিভিন্ন ফিচার বুঝতে কোনও সময় দিতে হয় না।
  • পৃষ্ঠা সংখ্যা নির্ধারিত নয় ও প্রতি পৃষ্ঠায় এসইও সেটিং পরিবর্তন করা সম্ভব।

ওয়েবনোড ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

  • ফ্রি প্ল্যানে মাত্র ১০০ এমবি স্টোরেজ।
  • ওয়েবসাইট সাজানোর ক্ষেত্রে স্বাধীনতা কম। টেমপ্লেট ডিজাইন নিজের মতো করে পরিবর্তন করা সম্ভব নয়। অর্থাৎ, আপনি ধরুন একটি ছবিকে পৃষ্ঠার বাঁদিক থেকে মাঝে নিয়ে এলেন, সেক্ষেত্রে পৃষ্ঠার ডিজাইনটি পরিবর্তিত হয়ে যাবে, আপনাকে শুধুমাত্র আপনার পছন্দ মতো জায়গায় ছবি বসাতে দেবে না।

৪. সাইট 123 (SITE123)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

এই ওয়েবসাইট বিল্ডারে ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম হল আপনাকে প্রথমেই ১১টি বিভাগ থেকে (পোর্টফোলিও, ব্লগ, সিভি ইত্যাদি) আপনার জন্য প্রযোজ্য বিভাগটিকে বেছে নিতে হবে, সেই অনুযায়ী একটি ওয়েবসাইট ডিজাইন আপনাকে দেওয়া হবে। অর্থাৎ উইবলি বা উইক্সের মতো আপনাকে টেমপ্লেট থেকে বেছে নিতে হবে না।

সাইট 123-তে তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

 www.accountname.site123.me

সাইট 123 ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

·        সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা লাইভ চ্যাট-এর মাধ্যমে সহায়তা পাওয়ার সুযোগ I

·        কোনও দৃশ্যমান বিজ্ঞাপন নেই, ফ্রি ওয়েবসাইটে পৃষ্ঠার নীচে শুধু একটি ছোট ব্যানার স্ট্রাইপ বিজ্ঞাপন থাকে।

·        টেমপ্লেটগুলো রেসপনসিভ এবং এসইও সেটিংস্ পরিবর্তনের সম্পূর্ণ স্বাধীনতা।

·        অনলাইন স্টোর তৈরি করা সম্ভব, তবে ১-২ টির বেশি পণ্য বিক্রি করা সম্ভব নয়।

সাইট 123 ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

·        টেমপ্লেট বেছে নেওয়ার স্বাধীনতা নেই, এবং টেমপ্লেটগুলো অন্যান্য প্রতিযোগীদের তুলনায় পুরনো ধাঁচের দেখতে।

·        কনটেন্ট পরিবর্তনের সময়ে অন্য একটি উইনডো-তে খোলে ও সেখানে এডিট করতে হয়।

৫. ইউক্রাফট্ (Ucraft)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

এটিই একমাত্র ফ্রি ওয়েবসাইট বিল্ডার যারা সম্পূর্ণ বিনামূল্যে অন্য ডোমেইন নেম-এর সঙ্গে ওয়েবসাইটটি কানেক্ট করতে দেয়। অর্থাৎ অন্য জায়গা থেকে ডোমেইন  নেম কিনে ইউক্রাফটে নিজেই ওয়েবসাইট তৈরি করুন এবং তার সঙ্গে আপনার কেনা ডোমেইন নেমটি যুক্ত করে ওয়েব হোস্টিং করুন।  

ইউক্রাফট্-এ তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

www.customname.ucraft.net

ইউক্রাফট্ ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

·        ইউক্রাফট-এর সবথেকে বড় সুবিধার দিকটি হল এর মাধ্যমে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে আপনি একটি পেশাদার ডোমেইন নেম-কে সেই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করতে পারবেন। তার জন্য আপনাকে কোনও বাড়তি অর্থ দিতে হবে না। ক্রেতাদের আকৃষ্ট করতে এই ধরনের ডোমেইন নেম খুবই উপযোগী।

·        ইউক্রাফট্ ফ্রি ওয়েবসাইটে রয়েছে আনলিমিটেড স্টোরেজ।

·        বেশ কিছু আধুনিক দেখতে টেমপ্লেট রয়েছে।

·        হরফ, রঙ, স্পেসিং ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে

ইউক্রাফট্ ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

·        ব্যবহার করা খানিক জটিল। ফ্রি ওয়েবসাইট বিল্ডারের এডিটরটি সহজে বোধগম্য নয়।

·        এডিটরটি লোড হতে মাঝে মধ্যে একটু বেশি সময়ে লাগে


৬. ওয়ার্ডপ্রেস (WordPress)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

ব্লগ ওয়েবসাইটের জন্য সবথেকে জনপ্রিয় ও প্রচলিত ফ্রি ওয়েবসাইট বিল্ডার হল ওয়ার্ডপ্রেস। শুধুমাত্র ব্লগিং-এর জন্য ওয়েবসাইট তৈরি করতে চাইলে চোখ বন্ধ করে এই ফ্রি ওয়েবসাইট বিল্ডারের ওপর ভরসা করা যেতে পারে।

ওয়ার্ডপ্রেস-এ তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

www.customname.wordpress.com

 ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

·        বিনামূল্যে প্রচুর সংখ্যক ফ্রি টেমপ্লেট।

·        ব্লগিং-এর জন্য প্রয়োজনীয় প্রচুর ফিচার দেওয়া রয়েছে, যেমন- অ্যানালিটিকস্, অনুসন্ধান, মন্তব্য, আর্কাইভিং, ক্যাটাগরি ইত্যাদি আরও অন্যান্য।   

ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

·        যাবতীয় টেমপ্লেট ও ডিজাইন ব্লগিংয়ের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, ফলে অন্য কোনওরকম সাইট তৈরি করতে গেলে সমস্যা হতে পারে।

·        সম্পূর্ণ সুবিধা পেতে অল্প কোডিং করা প্রয়োজন হতে পারে, তাই একটু ভাল করে পড়ে নিয়ে কাজ শুরু করা প্রয়োজন।  

৭. মোজেলো (Mozello)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

সহজ ও প্রাথমিক ফ্রি ওয়েবসাইট তৈরির জন্য খুবই উপযোগী মোজেলো। অনলাইন স্টোর ও ব্লগ সহ বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি সম্ভব মোজেলোতে। ফ্রি প্ল্যানে ৫০০ এমবি স্টোরেজ পাওয়া যায়।   

মোজেলোতে তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

www.customname.mozello.com

মোজেলো ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

·        মোজেলোর সবথেকে বড় সুবিধা হল এখানে ফ্রি-তেই ইকমার্স সাইট খোলা সম্ভব। অন্যান্য বেশিরভাগ ফ্রি ওয়েবসাইট বিল্ডারেই ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পণ্য বিক্রি করার সুবিধাটি উপলব্ধ হয় না। কিন্তু মোজেলার ফ্রি ওয়েবসাইটে ১০টি অবধি পণ্য বিক্রি করতে দেয়।

  • মোজেলার আরও একটি বড় সুবিধা এখানে বিভিন্ন ভাষায় লেখা সম্ভব। অর্থাৎ ফ্রি-তে বিভিন্ন ভাষার একটি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন।
  • বিজ্ঞাপন প্রায় নজরেই পড়ে না।

মোজেলো ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

·        এসএসএল সিকিউরিটি নেই।

·        এডিটর দিয়ে খুব বেশি কিছু করা যায় না।

৮. আইএম ক্রিয়েটর (IM Creator)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

বেশি সংখ্যক ছবি দিয়ে আধুনিক দেখতে ওয়েবসাইট তৈরি করতে চাইলে এই ফ্রি ওয়েবসাইট বিল্ডারটি ব্যবহার করা যেতে পারে।

আইএম ক্রিয়েটর-এ তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

www.imxprs.com/free/username/

আইএম ক্রিয়েটর ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

  • টেমপ্লেটগুলি ঝকঝকে ও আকর্ষণীয়।
  • ছাত্রছাত্রী, এনজিও ও শিল্পীরা বিনামূল্যে প্রিমিয়াম প্ল্যানের সুবিধা পেতে পারেন।
  • সহজ ড্র্যাগ ও ড্রপের সুবিধা

আইএম ক্রিয়েটর ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

·        ফ্রি ওয়েবসাইটে খুব বেশি ও দৃশ্যমান বিজ্ঞাপন।

·        ওয়েবসাইটের অ্যাড্রেসটি জটিল ও অপেশাদার।

·        ফ্রি প্ল্যানে ৫০ এমবি ওয়েব হোস্টিং

·        ই-কমার্সের সুবিধা নেই

৯. ওয়েব স্টার্টস্ (WebStarts)

ব্যবসার জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান? সাহায্য করবে এই ৯টি প্লাটফর্ম

ব্লগ এবং ওয়েব স্টোর দুটিই খোলা যায় ওয়েব স্টার্টস্ ফ্রি ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে। উইক্স-এর মতোই প্রাথমিক সব ফিচারই ফ্রি প্ল্যান-এ পাওয়া সম্ভব।

ওয়েব স্টার্টস্-এ তৈরি ফ্রি ওয়েবসাইটের ডোমেইন নেমটি দেখতে হবে এরকম –

customname.webstarts.com

ওয়েব স্টার্টস্ ফ্রি ওয়েবসাইটের সুবিধাগুলি হল-

·        ১ জিবি অবধি স্টোরেজ স্পেস।

·        শুধুমাত্র ফুটার বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটি পাঠক বন্ধ করে দিতে পারেন, তবে স্ক্রল করলে নিজে থেকে বন্ধ হবে না।

·        পৃষ্ঠা সংখ্যা নির্দিষ্ট নয়।

ওয়েব স্টার্টস্ ফ্রি ওয়েবসাইটের অসুবিধাগুলি হল-

·        ওয়েব স্টার্টসের সবথকে বড় অসুবিধাটি হল ফ্রি প্ল্যানে মোবাইল অপটিমাইজেশন ভিয়্যু নেই।

·        ফ্রি প্ল্যানে এসএসএল এনক্রিপশন থাকলেও পেইড প্ল্যানে এসএসএল এনক্রিপশনের জন্য খুব বেশি টাকা দিতে হয়।

পরিশেষে

উপরের আলোচনা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে, ব্যবসা শুরুর জন্য ফি ওয়েবসাইট কার্যকরী হলেও পরবর্তীতে টাকা দিয়ে পেইড ওয়েবসাইটে আপগ্রেড করে নেওয়াই সবথেকে ভাল। ফ্রি ওয়েবসাইট বিল্ডারগুলোতে আধুনিক ও ঝকঝকে ডিজাইনের ওয়েবসাইট তৈরি করা যায় তবে ফ্রি ওয়েবসাইটের মূল সমস্যা বিজ্ঞাপন এবং ডোমেইন নেম। অনেক ওয়েবসাইট বিল্ডারেই এত বড় এবং চোখে পড়ার মতো বিজ্ঞাপন থাকে যা পাঠককে বিরক্ত করে। ওয়েবসাইট অ্যাড্রেসগুলির মধ্যে পেশাদারিত্বের ছাপ কম।

ওপরের বিভিন্ন ওয়েবসাইট বিল্ডারে নানা রকমের প্ল্যান রয়েছে। প্রতিটিতে ওয়েবসাইট তৈরির খরচ ভিন্ন ভিন্ন, এবং সুযোগ সুবিধাও ভিন্ন। কোন প্ল্যাটফর্মে ওয়বেসাইট খুলতে কত টাকা লাগে তা জানতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ওয়েবসাইটে যেতে হবে। এর পর ওয়েবসাইট তৈরির কৌশল আয়ত্ত্ব করে ও ফ্রি ওয়েবসাইট খোলার নিয়মগুলো জেনে নিয়ে সহজেই নিজেই ওয়েবসাইট তৈরি করুন। ফ্রি ওয়েবসাইট করতে হলে সব থেকে সহজে ওয়েবসাইট তৈরি সম্ভব উইক্স-এ। সাজানোর স্বাধীনতাও রয়েছে প্রচুর। ব্লগ ওয়েবসাইটের জন্য ফ্রিতে ওয়েবসাইট তৈরির জন্য সবথেকে ভাল হল ওয়ার্ডপ্রেস এবং ফ্রি ওয়েবসাইট হিসেবে ই-কমার্স সাইট মোজেলো, তবে ডিজাইনের দিক থেকে খানিক পিছিয়ে রয়েছে এই ওয়েবসাইট বিল্ডার। আপনার যদি একটি বা দুটি পণ্য বিক্রি করার থাকে তাহলে অন্য ফ্রি সাইটগুলোতে (যেখানে উপলব্ধ) আপনার অনলাইন স্টোর খুলতে পারেন।

    অনলাইন ব্যবসা সংক্রান্ত খবর ও টিপস পেতে চান?

    এখনই সাবস্ক্রাইব করে আমাদের ৩৫,০০০ পাঠকের সাথে যোগ দিন!





About The Author

ONE RESPONSE
  1. JAVED AHMEDDECEMBER 11, 2020 REPLY

LEAVE A REPLY

Your email address will not be published. Required fields are marked *

Shares
WhatsAppFacebookFacebook LikeFacebook SendSumoMe


#DohazaryBlog.com
Continue Reading...