মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আপনার প্রতিশ্রুত অনুদান প্রদান প্রসঙ্গে।

Dream House DXB
0
প্রিমিয়াম ডিজিটাল চিঠি - মাদ্রাসা আজীজিয়া
কপি হয়েছে!

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

মাদ্রাসা আজীজিয়া ক্বাছেমুল উলূম দোহাজারী

স্থাপিত: ১৯৫০ খ্রিঃ | দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম

স্মারক নং: আজি/২৬/০৪ তারিখ: ০৬ জানুয়ারি ২০২৬ ইং

বিষয়: মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আপনার প্রতিশ্রুত অনুদান প্রদান প্রসঙ্গে।

সম্মানিত দ্বীনি ভাই,

আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অশেষ শোকর যে তিনি আমাদের দ্বীনি খেদমতে নিয়োজিত রেখেছেন। আমাদের মাদ্রাসার চলমান নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

আপনার ইতিপূর্বে প্রতিশ্রুত আর্থিক অনুদানটি এই প্রকল্পের অগ্রগতির জন্য এখন অত্যন্ত জরুরি। আপনার এই ক্ষুদ্র ত্যাগ মহান আল্লাহর দরবারে সদকায়ে জারিয়া হিসেবে কবুল হওয়ার দোয়া রইল। নিচে প্রদত্ত মাধ্যমে আপনি আপনার অনুদানটি সহজে পাঠাতে পারেন।

Bank Details

20504440200139518

ইসলামী ব্যাংক, দোহাজারী শাখা

bKash Personal

01814729267

সরাসরি সেন্ড মানি করুন

অফিস: ০১৮১৫-৮৮২৯৫১ হুজুর: ০১৮৩৭-২৮০৪৩৭

বিনীত—

(আল্লামা) হাবিবউল্লাহ্ হাশিমপুরী সাহেব (দা.বা.)

মুহতামিম, মাদ্রাসা আজীজিয়া দোহাজারী

#DohazaryBlog.com
  • Newer

    মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আপনার প্রতিশ্রুত অনুদান প্রদান প্রসঙ্গে।

Post a Comment

0 Comments

ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। আমরা আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি।

Post a Comment (0)
3/related/default