ভাস্কর্য থেকে মূর্তি , শিরকের উৎপত্তি।
মাওলানা ইদরিস কান্ধলভি রাহঃ ।
আজ জনমনে প্রশ্ন উঠছে, ভাস্কর্য তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে প্রদর্শন করা কি জায়েয? যদি পূজা করা উদ্দেশ্য না হয়; বরং স্রেফ কোনো মনীষীর স্মৃতিস্মরণ উদ্দেশ্য হয় কিংবা তাঁর প্রতি নিরেট সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা হয়, তাহলে সেটা কি শিরক হবে?
ভাস্কর্য ও মূর্তি কি এক?
মাকতাবাতুল আযহার থেকে সদ্যপ্রকাশিত অনবদ্য তাফসির গ্রন্থ ‘মাআরিফুল কুরআন’ এর সপ্তম খণ্ডে সূরা নূহের ২৩ নং আয়াতের অধীনে বিজ্ঞ লেখক মাওলানা ইদরিস কান্ধলভি রহ. ভাস্কর্যের উৎপত্তির ইতিহাস ও হযরত নূহ আলাইহিস সালামের শিরকবিরোধী দাওয়াতি মিশন প্রসঙ্গে কিছু সংক্ষিপ্ত কথা আলোচনা করেছেন।
জাযাকাল্লাহ মুহতারাম আবদুল্লাহ আল ফারুক ভাইকে। কারণ মুহতারাম সময়ের চাহিদা বিবেচনা করে সে অংশটুকুর পিডিএফ তৈরি করে পাঠকদের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন। আশা করি, পিডিএফটি আমাদেরকে সময়ের আলোচিত এ প্রসঙ্গে সচেতন করবে।
মাত্র ৬ পৃষ্ঠার এই পিডিএফ কেউ চাইলে প্রিন্ট করেও বিতরণ করতে পারবেন।
লিঙ্কঃ
Download
https://drive.google.com/file/d/1LKJob-YzHhHnT1RXv8iKRgAqCa4n0PZ1/view?fbclid=IwAR3rSnUB1LvfbvK7YX80cZSFVJ15iNj8iVQhXW4-7yGoWI8UdENZH5Qst58
#মূর্তিসরাও


0 comments:
Post a Comment
ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য। আমরা আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি।